Thursday, May 12, 2016

কুরুক্ষেত্র


কুরুক্ষেত্র





চোখ বন্ধ করে দরজাটুকু পেড়োতেই,
কিছু ধ্বংসাবশেষ দেখতে পেলাম।
মধ্যরাত্রির মত চুপ হয়ে আছে সারি সারি মানুষ।
মনুষ্যত্বের শেষ সূর্যাস্ত দেখে যারা কেঁদেছিল অথবা
চালিয়েছে বন্দুক;
তাঁদের নিঃশ্বাসে ভারি হয়ে আছে সহস্রাব্দের পুরনো বাতাস।
তাঁদের হাড়ে শিলায়িত প্রেম জমা পড়ে আছে,
সেই প্রথম মানবতার জীবাশ্ম দেখে চমকে উঠলাম।
খসে পড়া মুখের কোটরে কি কথা ছিল?
বোঝা গেলনা কিছুই।
শুধু বোঝা গেল,
ছ’শ কোটি আত্মার সমুদ্রের ধারে-
বালিকে যতই বলি তাজমহল বানাতে,

মরুভূমির উদ্দেশ্য শুধু ইতিহাসকে ঢেকে রাখা।

No comments:

Post a Comment