Thursday, January 21, 2016

শেষোক্ত


শেষোক্ত


ভেঙে গেছে বাঁশি,
তাঁর ছিঁড়ে গেছে সেতারের।
গান শোনা ভুলে,
নিত্যনৈমিত্তিক চিৎকার হাড়ে গুঁজে রাখি।

কার কথা শুনি?
সবাই একসাথে বলতে চায়। কারও কান নেই-
শুধু মুখ।
কার পাশে দাঁড়াই?
সবাই একহাত জায়গা চায়;
তা পেয়ে গেলে আরও একহাত। 
মহাবিশ্বের প্রসারণও তাই
এত তাড়াতাড়ি বেড়ে ওঠা চাহিদা
মেটাতে পারেনি।

তাই শেষমেশ,
কৃষ্ণগহ্বরে ডুবে যাওয়া ভালো।
নিজের আলোই 
আসবে ফিরে চোখে বারবার।
নিজের প্রাচীন মুখ দেখে যাব অনন্ত ভবিষ্যৎ ধরে।
আর সান্তনা দেব এই ভেবে,
"চিরকালই আমি খারাপ ছিলাম না।"

No comments:

Post a Comment