Saturday, January 23, 2016

রূপান্তরিত



রূপান্তরিত




রাত পাখীর ডাক বলে “খাদ্য চাই”।
হাড়ভাঙা ছাত্রদের “শব্দ হোক”।
শেষ হিসেব, ভাগশেষ মিলছে না।
তাই মিছিল।

পিতামহও বলেছিলেন চাঁদ রুটি।
হারিয়ে যায় কোন পাতায় মৃত্যুদিন?
কোন পূর্ণিমার ভাগ নিল গ্রহন-কাল,
চর্চা হোক।

চর্চা হোক, তারপরে হোক বিকেল।
ভাঙতে থাক পাথর, আবহবিকার।
সহজপাচ্য স্বপ্নদের পুনর্বাসন।

বনভোজন।

No comments:

Post a Comment