Monday, February 1, 2016

ভ্রূণাস্ম





ভ্রূণাস্ম


এই কবিতার দাম নেই।
এই কবিতায় শিল্প খুব কম, বড় একঘেয়ে।
আমার আগে আরও হাজার মানুষ, আরও হাজার পৃষ্ঠায়
এই একি শব্দ ঘুরিয়ে-পেঁচিয়ে, ভেঙে-চুরে লিখে গেছে বা গেছেন।
তাই এই কবিতাটি ছাপানো যাবেনা অতি-দামি মলাটের ভেতরে।

আমার কি করনীয় ছিল?
আমি কিভাবে শিল্পী হই?
মিথ্যে বলবো? অতিনাটকীয় হব? কী করে লিখবো
অনাস্বাদিত, অভূতপূর্ব একটি লেখা?
তাঁরচেয়ে ডায়েরীটাই সামলে নিক-
আমার কলমের খোঁচাগুলি।
আমি সাহিত্যের শিশু; তাই আমার শব্দ-শিশুদের

জন্মের আগেই গর্ভপাত হোক।

No comments:

Post a Comment